Advertisement

Responsive Advertisement

Class 10 physical science model activity task part 6||September 21

 করোনা অতিমারির জন্য পশ্চিমবঙ্গ সহ প্রায় সমগ্র ভারতবর্ষের স্কুল ,কলেজ এবং বিশ্ববিদ্যালয় অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধ।


পশ্চিমবঙ্গের বেশিরভাগ বিদ্যালয়গুলি প্রান্তিক গ্রামে অবস্থিত হওয়ার জন্য অনলাইন পড়াশোনা বা ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা সঠিকভাবে হয়ে ওঠেনি।

এমতো অবস্থায় ছোট ছোট ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনার মধ্যে দিয়ে সময়টা অতিবাহিত করে থাকে , তার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া শুরু হয়েছে প্রতি মাসে।

প্রতিমাসে বিদ্যালয়ে মিড ডে মিল বাবদ চাল আলু দেওয়ার দিন আগের মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলি করে জমা দিতে হয়।

মিড-ডে-মিল বাবদ চাল আলু বিবরণের সঠিক দিন- সময় বিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে স্কুলে জানিয়ে দেন।





🔴মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পর্কে সাধারণ নির্দেশিকা (2020)
1. মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম সাম্যাটিভ মূল্যায়নের সিলেবাসের ভিত্তিতে ডিজাইন করা হয়েছে।

2. যদি প্রয়োজন হয়, আপনি কার্যকলাপের কাজগুলি করার আগে প্রথম সাম্যাটিভ মূল্যায়নের জন্য চিহ্নিত পাঠ্য বইয়ের অধ্যায়গুলি পড়তে পারেন।

3. স্কুল পুনরায় খোলার পর কার্যকলাপের কাজ সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের কাছে জমা দিতে হবে।

4. প্রয়োজনে স্কুলের শিক্ষকদের সাথে পরামর্শ করা যেতে পারে।

5. শিক্ষকরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবর্তন করতে পারেন, যদি তারা এর প্রয়োজন অনুভব করেন এবং নতুনটি তাদের নিজ নিজ স্কুলের শিক্ষার্থীদের কাছে এসএমএস, ই-মেইল বা ফোনের মাধ্যমে পাঠাতে পারেন।

6. বাড়িতে থাকুন এবং প্রদত্ত কাজের জন্য আপনার উত্তর প্রস্তুত করুন। ছাত্রছাত্রীরা বিষয়-ভিত্তিক ব্যায়াম বইয়ে এই কাজগুলো বাড়িতেই সম্পন্ন করবে এবং স্কুলগুলি পুনরায় খোলার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকদের কাছে জমা দেবে। কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের বাড়ি থেকে বের হওয়া উচিত নয়।

**সময়ের সাথে সাথে বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে এই নির্দেশিকা পরিবর্তিত হচ্ছে।


▶️▶️ বিশেষ নির্দেশিকা:

এখানে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের Part-6 অর্থাৎ সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করা হয়েছে। 
ছাত্র-ছাত্রীদের কাছে অনুরোধ করবো তোমরা আগে এর ভিডিও সলিউশন (Video Solutions)টা দেখে তারপর এখান থেকে তারপর Class note ডাউনলোড করে নিতে পারো।  👉👉watch Now
 






Post a Comment

0 Comments