*এককবিহীন ভৌত রাশি (Physical quantities without units)
যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেইসব ভৌত রাশির কোনাে একক থাকে না। এদের এককবিহীন রাশি বলে।
যেমন- মৌলের পারমাণবিক ভর =(মৌলের একটি পরমানুর ভর)÷(একটি হাইড্রোজেন পরমাণুর ভর)
এখানে পারমাণবিক ভর দুটি ভরের অনুপাত হওয়ায় এর কোনাে একক নেই। এটি একটি সংখ্যামাত্র।
একইভাবে আপেক্ষিক গুরুত্বও এককবিহীন।
ব্যতিক্রমঃ 1,কোণ = দুটি দৈর্ঘ্যের অনুপাত হলেও এর একক রেডিয়ান। 2, ঘনকোণ = দুটি দৈর্ঘ্যের বর্গের অনুপাত হলেও এর একক স্টেরেডিয়ান।

0 Comments
thank you....