**পরিমাপযােগ্য যে-কোনাে প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বলা হয়।
##স্কেলার ও ভেক্টর রাশি (Scalar and vector quantities)
ভৌত রাশি দুই প্রকারের-1, স্কেলার রাশি ও 2. ভেক্টর রাশি।
1. স্কেলার রাশিঃ যেসব রাশির কেবল মান আছে, কিন্তু কোনাে অভিমুখ নেই,তাদের স্কেলার রাশি বলে। সাধারণ বীজগণিতের নিয়মানুসারে স্কেলার রাশির যােগ, বিয়ােগ করা হয়; দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয়। ভর, সময়, আয়তন, কার্য, শক্তি, তাপমাত্রা, ক্ষমতা, চাপ, কম্পাঙ্ক,
তড়িৎপ্রবাহমাত্রা ইত্যাদি স্কেলার রাশি।
2. ভেক্টর রাশিঃ যেসব রাশির মান ও অভিমুখ দুই-ই আছে এবং যে সকল রাশি শুধুমাত্র ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলে,তাদের ভেক্টর রাশি বলে। সাধারণ বীজগণিতের নিয়মানুসারে ভেক্টর রাশির যােগ, বিয়ােগ করা যায় না; দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার বা ভেক্টর দুই-ই হতে পারে। যেমন—বল,সরণ, ত্বরণ, ওজন, ভরবেগ, গতিবেগ, টর্ক ইত্যাদি।


0 Comments
thank you....